Title Title

অর্জন

“ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ” (এন.সি.বি) মনে করে :

  • সার্বিক জাতীয় ঐক্য : জাতীয়তাবাদ ও জাতীয় পরিচয় নিয়ে অহেতুক বিতর্কের অবসান ঘটিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল অংশে সম-অংশীদারীত্বের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে একটি সুসংহত জাতিস্বত্ত্বা নির্মাণ।
  • ভারসাম্যময় সরকার পদ্ধতি : বহুদলীয় সংসদীয় গণতন্ত্রকে ভিত্তি হিসেবে গ্রহন করে একটি সার্বভৌম স্বাধীন জাতীয় সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠাকরণের পাশাপাশি রাষ্ট্রির প্রশাসনে জবাবদিহিতা ও ভারসাম্য প্রতিষ্ঠা করা।
  • গণমূখী অর্থনীতি ঃ সম্পদের সুষম বন্টন ও ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে একটি জাতীয় গণমূখী অর্থনীতি প্রতিষ্ঠাকরণের চূড়ান্ত লক্ষ্যে বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা।
  • তৃনমূল গণতন্ত্র : রাষ্ট্রীয় জনপ্রশাসনে জবাবদিহিতা নিশ্চিতকরণসহ প্রশাসনিক বিকেন্দ্রিকরণের মাধ্যমে স্থানীয় সরকারসমূহের ক্ষমতারন ও তৃনমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা।
  • সার্বজনীন শিক্ষা : সার্বজনীন শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, যাহাতে প্রতিটি মানুষ শিক্ষালাভের সম-সুযোগ লাভ করে এবং জাতীর শিক্ষানীতিকে ঢেলে সাজানো, যাহাতে প্রজন্ম একক জাতীর ভাবধারার উদ্বুদ্ধ হয়ে একটি শক্তিশালী জাতি সত্ত্বার বিকশিত হয়।
  • Event
  • জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ : বিশ্বে জনস্বীকৃত সকল মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকারের প্রতি সমর্থন জ্ঞাপন ও বাস্তবায়নে নিষ্ঠার সাথে কর্ম-পরিকল্পনা গ্রহন সার্বভৌমত্ত্ব ও সমতার ভিত্তিতে।
  • আন্তর্জাতিক সম্পর্ক : বিশ্বের সকল দেশের সাথে রাষ্ট্র ও জাতিসত্বার সার্বভৌম সমতা, সহমর্মিতা, ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অকৃত্রিম বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা ।
  • জাতীয় প্রতিরক্ষা : জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক প্রযুক্তিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল স্তরে যেমন, স্থলসেনা, নৌসেনা, বিমানসেনা, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক রণসজ্জিতকরণে তাদের কর্মের মুল্যায়ন করা ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহন।
  • সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বক্রীয়তার স্বাক্ষর : আবহমান বাংলার ঐহিত্য ধারণ ও বাংলা ভাষাকে বিশ্বমর জাতিগত পরিচয়ের বাহক হিসেবে গৌরবের সাথে তুলে ধরা।
  • স্থানীয় সরকার ব্যবস্থা : স্থানীয় সরকার ব্যবস্থাকে সুসংহত শক্তিশালীকরণ।