Title Title

আদর্শ ও মূলনীতি

ধারা-৫: ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) এর মৌলিক আদর্শ ও মূলনীতিঃ


(ক) মৌলিক আদর্শ

      ১. মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
      ২. প্রয়াত সকল জাতীয় নেতাদের প্রতি শ্রদ্ধাবোধ রেখে জাতীয় ঐক্য গড়ে তোলা।
      ৩. বাংলাদেশী জাতীয়তাবাদ।
      8. টেকসই গনতন্ত্র প্রতিষ্ঠা করা।
      ৫. সামাজিক প্রগতি, শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিতকরণ।
      ৬.ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া রাষ্ট্র কর্তৃক নিরপেক্ষভাবে সকল ধর্মের রাষ্ট্রীয় স্বাধীনতা নিশ্চিত করণের পাশাপাশি সকল ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা নিশ্চিত করণ।
      ৭. শ্রম অধিকার নিশ্চিত করন ও শ্রমিকদের সর্বোচ্চ ন্যায্য বেতন কাঠামো ধার্য্য করা।
Event

(খ) মূলনীতি

      ১. মুক্তিযুদ্ধের চেতানার বাস্তবায়নের লক্ষে সকল সঠিক তালিকা প্রণয়ন করত: মুক্তিযোদ্ধাদের জাতীর সম্মান সমুন্নত রেখে তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অধিষ্টিত করণে পদক্ষেপ গ্রহন।
      ২. রাষ্ট্রির প্রশ্নে জাতীর ঐক্যমত প্রতিষ্ঠাকরণ উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকারের সাথে ঐক্যমতের ভিত্তিতে কাজ করা।
      ৩. অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তৃণমূল নারী অধিকার নিশ্চিত করা।
      8. শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল প্রকার দুর্নীতি পেশীশক্তি ও অন্যায়ের চিরস্থায়ী নির্মূলে পদক্ষেপ গ্রহন।
    Event
      ৫. আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারে অবাধ তথ্য প্রবাহে উৎকর্ষতা সাধনে কার্যকরী পদক্ষেপ গ্রহন।
      ৬. শিক্ষা বিস্তারে সময়োপযোগী ও আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের পাশাপাশি নারী পুরুষ উভয়ের কর্মমূখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা। করা।
      ৭. মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে সার্বভৌমত্ব-সমতার ভিত্তিতে সকল স্বাধীন দেশের সাথে আন্তর্জাতিক, দ্বি-পাক্ষিক, আঞ্চলিক স্বার্থ সংরক্ষণে দেশের স্বার্থ নিশ্চিত করা।
      ৮. স্থানীয় সরকারকে সকল ক্ষেত্রে গণতান্ত্রিকভাবে জনগণের সরাসরি ভোট/ম্যান্ডেটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালনার ব্যবস্থা গ্রহন।
      ৯.জাতিসংঘ সনদ ও কমনওয়েলথ এর প্রতি আস্থা জ্ঞাপন ।
    Event
      ১০. কৃষক শ্রমিক মেহুনতি মানুষের অধিকার সংরক্ষণে সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করা।
      ১১. আইনের শাসন তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এর মাধ্যমে সমাজে ন্যার বিচার নিশ্চিত করণ।
      ১২. আভ্যন্তরীন রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার্থে এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক অবকাঠামো দৃঢ় করতে জাতীয় সংসদকে কর্মকান্ডের কেন্দ্র বিন্দুতে পরিণত করণ।
      ১৩. স্বাধীন জাতীয় অর্থনীতি গঠনে রাষ্ট্রীয়, সমবায় ও ব্যক্তিগত পুঁজি বিকাশের পথ উন্মুক্তকরন।
      ১৪. কৃষি ক্ষেত্রে গ্রহীত ভূমি সংস্কার নীতির পূর্ণ বাস্তবায়ন ও কৃষি ব্যবস্থা আধুনিকীকরণের মাধ্যমে কৃষির বিকাশ সাধন ও কৃষকের ভাগ্যের পরিবর্তনে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহন করা।
      ১৫. জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে নিজ কৃষ্টি ও বৈশিষ্টের বিকাশ ও সামাজিক অর্থনৈতিক স্বার্থ সংরক্ষরণ।
      ১৬. দেশীয় সংস্কৃতি লালন ও তার বিকাশ সাধন ।

উক্ত মৌলিক আদর্শ ও মূল নীতির আলোকে প্রণীত রাজনৈতিক কর্মসূচি এবং ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এর ঘোষনা পত্রে বিবৃত কর্মসূচিসমূহ বাস্তবারনের দায়িত্ব দলীর গঠনতন্ত্র মোতাবেক - গঠিত কমিটিসমূহের উপর অর্পিত থাকবে।প্রকাশিত ও প্রচারিত: ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এন.সি.বি) কর্তৃক প্রকাশিত ও প্রচারিত।

Event